ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে সীমান্তাঞ্চলে প্রায় প্রতিদিন দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় বুধবার দক্ষিণ লেবাননের দুটি গ্রামে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সন্ত্রাসী অবকাঠামো ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে দক্ষিণ লেবাননের দেইর কিফা ও শেহুর গ্রামের নির্দিষ্ট কিছু ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন হামলার আগে এই সতর্কতা জারি করা হয়েছে।
সর্বশেষ হামলায় কোনও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।