গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

গাজা উপত্যকাজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে একই পরিবারের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এলাকাটি ধ্বংস ও দখলের পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের শেষদিকে ওই অঞ্চলে প্রবেশ শুরু করে ইসরায়েলি ট্যাঙ্ক। ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সাবরা এলাকার বেশ কিছু বাড়িতে বোমা ফেলা হয়।

হামলার পর ধ্বংসস্তূপ থেকে  অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মী ও স্থানীয়রা হাত দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিত মানুষদের খুঁজছেন। ঘটনাস্থলে থাকা পরিবার জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০ জন আটকা পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। আটকে থাকা অন্যদের উদ্ধারে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে ফিলিস্তিনি পরিবারটি। তাদের দাবি, এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে কণ্ঠস্বর শোনা যাচ্ছে।

ওই পরিবারের এক সদস্য বলেছেন,‘আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজনকে জীবিত কবর দেওয়া হয়েছে। আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের আর্তচিৎকার শুনছি, কিন্তু তাঁদের কাছে পৌঁছাতে পারছি না।’

তিনি বলেন, ইসরায়েলি ড্রোন উদ্ধারকর্মীদের ওপরও গুলি চালাচ্ছে। যখনই আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরায়েলি ড্রোন থেকে তখন আমাদের ওপর গুলি চালানো হচ্ছে। উদ্ধারের প্রচেষ্টা চালাতে যাওয়া প্রতি পাঁচজনের মধ্যে চারজন মারা যাচ্ছেন আর মাত্র একজন বেঁচে ফিরতে পারছেন।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ছোট গাড়িতে করে আহত ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশে মানুষ ভিড় করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ হাজার ২৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন।

ইসরায়েলের তীব্র বিমান হামলায় গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির এবং দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া পাড়াও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এর মধ্যে নাসর জেলায় লাভাল টাওয়ার এবং টাওয়ারের পাশে একটি বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও  চার শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হন।

ওয়াফা সংবাদ সংস্থা উদ্ধৃত চিকিৎসা সূত্র জানিয়েছে, রবিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকটি ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা, যাতে তারা জোরপূর্বক লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে গাজা সিটি দখল করতে পারে।

Comments

0 total

Be the first to comment.

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল? BanglaTribune | মধ্যপ্রাচ্য

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল?

ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে এখন বসবাস করছেন প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে এ ভূখণ্ডকে ভবিষ্...

Sep 22, 2025

More from this User

View all posts by admin