দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর ও গ্রামে ইসরায়েলি সেনা ও অবৈধ সেটেলারদের হামলা বেড়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এসব এলাকায় ব্যাপক হামলা, ভূমি দখল, অগ্নিসংযোগ ও ফসল লুটের ঘটনা ঘটছে।
মঙ্গলবার গভীর রাতে নাবলুসের দক্ষিণে ওয়াদি ইয়াসুফ এলাকায় ইসরায়েলি সেটেলারদের বড় একটি দল সেনাবাহিনীর সহায়তায় ফিলিস্তিনিদের কৃষিজমিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যেতে বাধা দেওয়া হয়।
গত সপ্তাহেও একই এলাকায় সেটেলাররা ইয়াসুফ ও ইসকাকা গ্রামের জমির ওপর নির্মিত অবৈধ কফার তাপুয়াহ বসতি থেকে একটি সড়ক নির্মাণ করে এবং ফিলিস্তিনিদের কৃষিজমি বুলডোজার দিয়ে ধ্বংস করে।
হেবরনে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী ৩৫ বছর বয়সী আহমেদ রুবহি আল-আত্রাশের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে। দুদিন আগে শহরের উত্তর প্রবেশমুখে এক ইহুদি সেটেলারদের গুলিতে তার মৃত্যু হয়।
জেরুজালেমের উত্তর-পশ্চিমে অবস্থিত বেইত আনান শহরে নিজেদের জমিতে জলপাই সংগ্রহ করার সময় দুই ফিলিস্তিনি ভাইয়ের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। তাদের একজন আধান জামহুর জানান, সেনারা তাদের আটক করে, গাড়ি ও জলপাই ফসল বাজেয়াপ্ত করে এবং পরে কাছের সামরিক শিবির থেকে ছেড়ে দেয়।
রামাল্লাহর উত্তর-পশ্চিমে, আত্তারা শহরের আশপাশের ফিলিস্তিনি জমিতে হামলা চালিয়ে জলপাই চুরি করেছে ইসরায়েলি সেটেলাররা। ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ বসতির দখলদাররা পূর্বাঞ্চলের মাঠ থেকে জলপাই কেটে নিয়ে যায়, অন্যদিকে কিছু সেটেলার ফিলিস্তিনিদের জমিতে গবাদিপশু চরায় ও একটি কূপের পানি চুরি করে নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলপাই সংগ্রহ মৌসুমে ইসরায়েলি সেটেলার ও সেনাবাহিনীর সহিংসতা ও ভূমি দখল বাড়ছে। প্রতিবছর এই মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের জমিতে প্রবেশে বাধা দেওয়া হয় এবং হামলার ঘটনা বেড়ে যায়।