ইসওয়াতিনির পতাকাবাহী জাহাজ জব্দ করলো ইরান

ইসওয়াতিনির পতাকাবাহী জাহাজ জব্দ করলো ইরান

আফ্রিকার দেশ ইসওয়াতিনির পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে ইরান। এতে ৩ লাখ ৫০ হাজার লিটার পাচার হওয়া জ্বালানি ছিল। রবিবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর এক কমান্ডার বলেন, গ্যাসওয়েলের আকারে পাচার হওয়া জ্বালানি বহন করছিল জাহাজটি।

বিচারিক আদেশের পর জাহাজটিকে বুশেহরের উপকূলে নিয়ে আসা হয়েছে এবং এর কার্গো খালাস করা হবে। তিনি জানান, জাহাজের ১৩ জন নাবিক ভারতের নাগরিক এবং একজন পার্শ্ববর্তী একটি দেশের।

ভারী ভর্তুকি ও মুদ্রার দরপতনের কারণে ইরানে জ্বালানির দাম বিশ্বে সবচেয়ে কমের মধ্যে রয়েছে। এতে দেশটিতে স্থলপথে প্রতিবেশী দেশে এবং সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে জ্বালানি পাচার বেড়েছে।

Comments

0 total

Be the first to comment.

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল? BanglaTribune | মধ্যপ্রাচ্য

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল?

ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে এখন বসবাস করছেন প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে এ ভূখণ্ডকে ভবিষ্...

Sep 22, 2025

More from this User

View all posts by admin