ঠিক হয়ে গেছে ২০২৬ আইপিএলের নিলামের দিনক্ষণ। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসছে বিশ্বের সবচেয়ে ধনী লিগটির বেচাকেনার আসর। পরপর তৃতীয় বছরের মতো ভারতের বাইরে আয়োজন হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম।
২০২৪ সালে দুবাইয়ে প্রথমবারের মতো ঘরের বাইরে অনুষ্ঠিত হয়েছে নিলাম। আর ২০২৫ মৌসুমকে সামনে রেখে দুই দিনব্যাপী ‘মেগা নিলাম’টি অনুষ্ঠিত হয়েছিল জেদ্দায় ২০২৪ সালের নভেম্বর।
অন্যান্য মিনি নিলামের মতো এবারের সংস্করণটিও হবে একদিনের। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৫ নভেম্বর বিকাল ৩টার মধ্যে ২০২৫ মৌসুমের স্কোয়াড থেকে কাদের রেখে দেবে আর কাদের ছেড়ে দেবে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাতে হবে। এরপর তাদের হাতে তুলে দেওয়া হবে নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা। এখান থেকে তাদের সংক্ষিপ্ত তালিকা বাছাই করে দিতে হবে। সেই তালিকা যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত করবে নিলামের প্লেয়ার পুল।
২০২৬ আইপিএলের সম্ভাব্য সময়সূচি ধরা হয়েছে ১৫ মার্চ থেকে ৩১ মে।