বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাকে, ঠিক তেমনটায় পরিপূর্ণ। এশিয়া কাপে শনিবার সেই ক্ল্যাসিক দ্বৈরথের আভাস মিলছে। কিন্তু লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই দ্বৈরথ প্রসঙ্গটা সেভাবে গুরুত্ব দেননি। জানিয়েছেন, দুই দলের মধ্যে এই কথিত দ্বৈরথ আসলে খেলোয়াড়দের নয়, বরং সমর্থকদের মধ্যে বেশি।

আসালাঙ্কার ভাষায়, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের। আমাদের জন্য এটা কেবল ভালো এবং চ্যালেঞ্জিং প্রতিযোগিতা। আমরা শুধু চাই বাংলাদেশসহ অন্য দলগুলোকেও ভালো খেলা উপহার দিতে।’

সমর্থকদের সৃষ্ট বাড়তি উত্তেজনা খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারে কি না—এমন প্রশ্নে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘হ্যাঁ, সামান্য প্রভাব তো থাকেই। তবে আমাদের কাছে এটা শুধুই একটি ম্যাচ। আমরা মূলত আমাদের বেসিক এবং পরিকল্পনা মেনে খেলতে চাই।’

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে। হংকংকে উড়িয়ে দিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছে। তার আগে শ্রীলঙ্কার মাটিতেও ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে। প্রতিপক্ষের এই ধারাবাহিকতা নিয়ে আসালাঙ্কা প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি মনে করি তারা অনেক দিন ধরেই ভালো খেলছে। তবে আমরা সেদিকে নজর দিই না। আমরা শুধু দেখি কীভাবে তাদের প্রতিটি খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা কাজে লাগানো যায়। অতীতের ম্যাচ বা ফলাফল নিয়ে আমরা ভাবি না।’

এশিয়া কাপের সর্বশেষ আসরটি ছিল ওয়ানডে ফরম্যাটের। তার আগের আসরে ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের চ্যাম্পিয়ন ছিল শ্রীলঙ্কা। সেই কথা মনে করিয়ে দেওয়ায় আসালাঙ্কা বলেছেন, ‘মানসিকভাবে চ্যাম্পিয়ন হয়ে আসাটা আমাদের জন্য দারুণ ব্যাপার। এখানে (সংযুক্ত আরব আমিরাতে) গত আসরে যে খেলোয়াড়রা খেলেছিল, তাদের অনেকে এবারও দলে আছে। আমরা জানি, চ্যাম্পিয়ন হিসেবে আমরা অনেক দূর যেতে পারবো। খেলোয়াড়রা এটাকেই প্রেরণা হিসেবে নিচ্ছে।’

Comments

0 total

Be the first to comment.

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin