বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মূল পর্বের টিকিট কেটেছে ফ্রান্স। জয়ের মূল কারিগর ছিলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন তিনি। তাছাড়া লিভারপুল ফরোয়ার্ড হুগো একিতিকে ফ্রান্সের জার্সিতে করেছেন প্রথম গোল।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেই আক্রমণ শাণাতে থাকে স্বাগতিকরা। মাইকেল ওলিস বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। ৫৫ মিনিটে এমবাপ্পে ঠাণ্ডা মাথায় চিপ করে বল পাঠান মাঝ বরাবর। ডাইভ দিয়ে ভুল দিকে ছুটেছিলেন ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন।
এর ঠিক কিছুক্ষণ আগে পেনাল্টির দাবি করেছিল ইউক্রেনও। দায়োত উপামেকানোর চ্যালেঞ্জে পড়ে যান তাদের এক খেলোয়াড়। রেফারি স্লাভকো ভিনচিচ প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও ভিএআরের ডাকে মনিটরে দেখে সিদ্ধান্ত বদলাননি তিনি।
এরপর দুইবার গোলের কাছে গিয়ে ব্যর্থ হন এমবাপ্পে। দমে যাননি ওলিস। ৭৬ মিনিটে তার দারুণ ফিনিশে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে থাকে ফ্রান্স।
শেষ দিকে ৮৩ মিনিটে খুব কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে এমবাপ্পে ছুঁয়ে ফেলেন আরেকটি মাইলফলক। এটি তার ক্যারিয়ারের ৪০০তম গোল। জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা ৫৫। ওলিভিয়ে জিরুর রেকর্ড ৫৭ গোল থেকে আর দুটি পিছিয়ে তিনি।
ম্যাচের শেষ মিনিটগুলোতে এমবাপ্পে এবার নিজে না মেরে পাস বাড়িয়ে দিতে থাকেন সতীর্থ একিতিকেকে। ওই সুযোগে ৮৮ মিনিটে জালের দেখা পান এই তরুণ।