নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল

নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে একমত নয় জামায়াতে ইসলামীসহ আট দল। তারা নির্বাচনের আগেই গণভোট চেয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আট দলের এই অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি জানান, আজ (শুক্রবার) ঢাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করবে না আট দল।

এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের তিনজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানান। তিনি জানান, আপাতত তিনি সেই তিন উপদেষ্টার নাম বলবেন না, তবে ব্যবস্থা না নিলে প্রকাশ করে দেবেন।

তাহের উল্লেখ করেন, ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। সেখান থেকে নতুন কর্মসূচি আসবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin