দুদকের তদন্ত কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মধ্যে চলমান সমঝোতা স্মারকের আওতায় ডিজিটাল মাধ্যমে দুর্নীতির বিস্তাররোধ এবং এর অদৃশ্য জাল উন্মোচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল ফরেনসিক, ফরেনসিক এনালাইসিস, ফরেনসিক একাউন্টিং ও ক্রিপ্টোকারেন্সি’ বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে টিআইবি। ২৬ ও ২৭ নভেম্বর টিআইবির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে ঢাকা থেকে ২৪ জন এবং ঢাকার বাইরে থেকে ১৬ জনসহ দুদকের বিভিন্ন পর্যায়ের ৪০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন।