রাজধানীর রমনার মগবাজার মোড়ে সিনিয়র-জুনিয়র বিরোধে চার শিক্ষার্থীকে আহত করা হয়েছে। তারা হলো বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটে।
আহতরা হলো– বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এমএম রেদোয়ান খায়ের রাজিম (১৫), একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওতাজভীর (১৫), আদিত্য ও জাহেদ।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ্ব-দিন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা ৭টায় এমএম রেদোয়ান খায়ের রাজিম ও ওতাজভীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আদিত্য ও জাহেদ ইনসাফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সহপাঠীরা।
হাসপাতালে নিয়ে যাওয়া তাহমিদুর রহমান অন্তর জানিয়েছে, বিকালে মগবাজার মোড়ে কয়েকজন বন্ধুরা মিলে কথাবার্তা বলছিলেন। সে সময়ে আল জায়েদ, সাফিনসহ ৫-৬ জন, সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দে অতকিত তাদের ওপর হামলা করে রাজিমের পেটে ও তাজভীরের পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সে আরও জানায়, গতকাল বুধবার একই দ্বন্দ্বে আমাকেও মারধর করেছিল। আজ আবার আমাদের বন্ধুদেরও মারধর করে ছুরিকাঘাত করে। তাদের উভয়ের বাসা মগবাজার এলাকায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। আহত দুজনের মধ্যে রাজিমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।