নির্বাচন কমিশনকে ভোটের সামগ্রী দিলো জাপান

নির্বাচন কমিশনকে ভোটের সামগ্রী দিলো জাপান

ভোটের কাজে ব্যবহৃত উপকরণ নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছে জাপান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার জাপান দূতাবাস প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের কাছে উপকরণগুলো হস্তান্তর করে। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপান সরকারের সহায়তায় ইউএনডিপি ব্যালট প্রকল্পের মাধ্যমে সংগৃহীত নির্বাচনি সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারও উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, আসন্ন নির্বাচনে জাপানের পক্ষ থেকে ৪ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অবদান রেখেছে। শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করে জাপান। সামগ্রির মধ্যে অমোচনীয় কালি ও স্ট্যাম্প প্যাডসহ যেসব সামগ্রী সারাদেশে স্বচ্ছতা ও নির্বাচনি কার্যক্রম জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেগুলো হস্তান্তর করা হয়েছে।

দূতাবাস জানায়, জাপান বাংলাদেশের অবিচল অংশীদার। ইসি, ইউএনডিপি এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে একত্রে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin