রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। আহতের নাম মো. আরিফ (১৮)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সি-ব্লক ও বি-ব্লকের মাঝামাঝি মোড়ে এ ঘটনা ঘটে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলমেট পরিহিত দুই যুবক গুলি করলে রিকশাচালকের কোমরের ওপরে গুলি লাগে। পরে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাত পৌনে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহত অটোরিকশা চালক আরিফ জানান, দুই যুবক হেলমেট পড়া অবস্থায় দৌড়ে তার রিকশায় চড়ে তার কোমরে পিস্তল ঠেকিয়ে চালাতে বলে। দেরি হওয়ায় তারা আমাকে গুলি করে।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।