জকসু নির্বাচনে ২৬৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, ছাত্রীদের হল সংসদে ৪৫

জকসু নির্বাচনে ২৬৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, ছাত্রীদের হল সংসদে ৪৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে তিন দিনে মোট ২৬৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই সময়ে হল সংসদ নির্বাচনের জন্য ৪৫ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে বিষয়টি নিশ্চিত করেন জকসু নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান। তিনি বলেন, 'আজ মনোনয়ন তোলার শেষ সময় ছিল। তিন দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬৭টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।'

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৩৭ জন। এই হল সংসদের জন্য সর্বমোট ৪৫টি মনোনয়ন তোলা হয়েছে বলে জানান হলের প্রভোস্ট ও প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. আঞ্জুমান আরা।

হল সূত্রে জানা গেছে, ছাত্রদল–সমর্থিত প্যানেল ১৩টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। স্বতন্ত্র প্যানেলও ১৩টি পদের জন্য ১৩ জন মনোনয়ন তুলেছে। বামধারার ‘চিন্তক’ প্ল্যাটফর্ম ৮ জনের আংশিক প্যানেল জমা দিয়েছে।

ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের জোট

জকসুতে জেটবদ্ধ নির্বাচন করছে জাতীয়তাবাদী ছাত্রদল৷ ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরের বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে আছেন ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি একেএম রাকিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী মনোনীত হয়েছেন, ছাত্রদল জবি শাখার যুগ্ম-আহবায়ক খাদিজাতুল কুবরা। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী হিসেবে রয়েছেন ছাত্রদল জবি শাখার আহবায়ক সদস্য বিএম আতিকুর রহমান তানজিল।

সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে বামদলগুলোর প্যানেল

৯ টি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে 'মাওলানা ভাসানী ব্রিগেড' প্যানেল ঘোষণা করেছে বাম দলগুলো। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী ছাড়াও রয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক সাহিত্য পত্রিকা, জবি ব্যান্ড মিউজিক এসোসিয়েশন, ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন। ঘোষিত প্যানেলে ভিপি প্রার্থী বিশ্ববিদ্যালয় উদিচীর সভাপতি গৌরব ভৌমিক, জিএস পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ইভান তাহসীব এবং এজিএস পদে এই প্যানেলের প্রার্থী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য সচিব শামসুল আলম মারুফ।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে প্রার্থীরা ২৩টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদ ছাড়া প্রার্থীরা বাকি ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

গত ৫ নভেম্বর জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল এবং ১৯ ও ২০ নভেম্বর বাছাই হবে। ২৩ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৪ থেকে ২৬ নভেম্বর প্রর্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। এরপর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর।

প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন ৪, ৭ ও ৮ ডিসেম্বর। যারা মনোনয়ন প্রত্যাহার করবেন, তাদের তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। আর সেদিন থেকেই যোগ্য প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা শেষে ভোটগ্রহণ হবে ২২ ডিসেম্বর। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin