যশোর বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ ৫

যশোর বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ ৫

যশোর: এ বছর যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। সেইসাথে কমেছে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও।

চলতি বছর যশোর বোর্ড থেকে এইচএসসিতে পাশ করেছে ৫০.২০ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম।  

বোর্ড কর্তৃপক্ষের দাবি, জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি কিছু ঘাটতি ছিল। পাশাপাশি শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে তারা বেরিয়ে এসেছেন। যে কারণে পাশের হার কমেছে।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর এইচএসসি পরীক্ষায় এক লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৫৬ হাজার ৫০৯ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ১৫ হাজার ৯৩১ পরীক্ষার্থী।

মানবিক বিভাগ থেকে ৩৪ হাজার তিনজন ও বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে এক হাজার ৭৭২ ও মেয়ে এক হাজার ৬০৯, মানবিক বিভাগে ছেলে ৫৪৪ জন ও মেয়ে এক হাজার ৬৩৫ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৬৪ জন ও মেয়ে ২৭১ জন।

গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাশের হার ছিলো ৬৪.২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ৯ হাজার ৭৪৯ জন। এ ছাড়া শূন্য পাশের কলেজের সংখ্যাও বেড়েছে। এ বছর শূন্য পাশের কলেজের সংখ্যা ২০টি।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন বলেন, শূন্য পাশের কলেজের বিরুদ্ধে তদন্ত কমিটি করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম বলেন, ‘এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট নই। তবে শিক্ষার মান উন্নয়নে চেষ্টা করেছি। মেধাবীদের বের করে আনতে এ প্রচেষ্টা। ’

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin