আগামী বছরের ১৩-২৬ জানুয়ারি প্রথমবারের মতো সাফ ফুটসাল হতে যাচ্ছে। থাইল্যান্ড অনুষ্ঠিত এই প্রতিযোগিতার জন্য ২৫ সদস্যের বাংলাদেশ দলও ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে তিনজন প্রবাসী রয়েছেন।
এর মধ্যে রাহবার খান আগেই খেলেছেন। নতুন দুজন হচ্ছেন ইমান আলম ও ওয়াজি বিন ওহাব ওয়াস্তি।
৫ নভেম্বর থেকে ইরানি কোচ খোদারাহেমির অধীনে ঢাকায় অনুশীলন করার সম্ভাব্য সময় নির্ধারণ হয়েছে। এরই মধ্যে ইরানি কোচের সঙ্গে আরও তিন মাসের চুক্তিও প্রায় সম্পন্ন।
এ নিয়ে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমবারের মতো সাফ ফুটসাল হবে। আমরা অংশ নিচ্ছি। ইরানি কোচের অধীনে নভেম্বরের শুরু থেকে অনুশীলনও শুরু হবে। আশা করছি সাফে ভালো কিছু করার সুযোগ থাকবে।'
এদিকে সাফ টুর্নামেন্ট ভেন্যু নিয়ে সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল আগেই সংবাদমাধ্যমকে বলেছেন , 'কয়েকটি কারণে এটি দক্ষিণ এশিয়ার বাইরে হচ্ছে। প্রথমত ফুটসাল আয়োজনে সাংগঠনিক দক্ষতা আমাদের অঞ্চলের অ্যাসোসিয়েশনের অনেকের নেই। থাইল্যান্ডের ভেন্যু ও সাংগঠনিক সুবিধা দুটোই দারুণ। আবার সাফের সাতটি দেশ থেকেই থাইল্যান্ডে সরাসরি ফ্লাইট রয়েছে। আমরা চাই সবগুলো দেশই এতে অংশ নেয়।'
সাফের সাতটি ছাড়াও বাইরে থেকে একটি দেশের ফুটসালে খেলার সম্ভাবনা রয়েছে।