‘ঢাকা-সিলেট মহাসড়কের চারলেনের কাজ শিগগির শেষ হবে’

‘ঢাকা-সিলেট মহাসড়কের চারলেনের কাজ শিগগির শেষ হবে’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।  

এহছানুল হক বলেন, গত ৫ই আগস্টের পরে এখানে যারা ইন্ডিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মরত লোকজন ছিলেন, তারা তাদের নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার ব্যাপারে ভয় পেতেন। আমাদের ডিসি সাহেব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছি, এখানে এলে কোনো অসুবিধা হবে না। নিরাপত্তার কোনো ঘাটতি হবে না।  

তিনি বলেন, উনারা শিগগিরই ফিরে আসছেন। কাজে নামবেন। এখানকার প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এখানকার কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আশুগঞ্জ থেকে বিশ্ব রোডের অংশের কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে।  

এ সময় তার সঙ্গে- ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চারলেন  প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin