রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক গুরতর আহত হয়েছেন। তাৎক্ষাণিক তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।
শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন।
রেলওয়ে থানার এএসআই হানিফ বলেন, গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে সকাল সোয়া ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাকাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।