বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেছেন, আমাদের শ্রমিক মরলে তার নিজের জীবনের সঙ্গে সঙ্গে তার পরিবার বিপদগ্রস্ত একটা জায়গায় পড়ে এবং দেশ একটা সম্পদ হারায়। এজন্য শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আমাদের দুর্ঘটনা রোধে কার্যকর নীতির পাশাপাশি টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
শনিবার (২৯ নভেম্বর) ডেইলি স্টার সেন্টারে দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘শিল্পখাতে অগ্নি ও রাসায়নিক দুর্ঘটনা রোধে কার্যকর নীতি বাস্তবায়ন ও টেকসই কর্মপরিবেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব বলেন।
কল্পনা আক্তার বলেন, “আমরা ট্রেড ইউনিয়নের জায়গা থেকে যখন কথা বলি, তখন আমাদের যেসব জিনিস নেই সেগুলো তুলে ধরি। কলকারখানা পরিদর্শন অধিদফতরের দায়িত্ব সবকিছু করার, তারা কী করছে, রেগুলেশনের দায়িত্ব, রেগুলেশন কী করছে। কাউকে দোষারোপ না করে আসলে আমরা কোন দিকে যেতে পারি, সেটা জরুরি। যে নীতিমালাগুলো নেই, সেই নীতিমালাগুলো আমাদের একদম টাইমলাইন ধরে হবে।”
তিনি বলেন, “আমাদের দেশে আমরা অনেক অগ্রগতি করছি। স্বাধীনতার পর থেকে এই সময়ে প্রযুক্তি জ্ঞান সবকিছুর সম্ভারও কিন্তু অনেক বাড়ছে। শ্রম আইনের যে সংশোধনী এসেছে, এটা ঐতিহাসিক।”
তিনি আরও বলেন, “আমাদের অনেক দিনের শ্রম আন্দোলনের একটা ফসল আইএলও’র যে তিনটা কনভেনশনকে হচ্ছে। ১৯০, ১৮৭, ১৫৫ এটাও ঐতিহাসিক এবং বিশেষ করে ১৫৫ এবং ১৮৭ কিন্তু অনেক সুযোগ করে দেবে।”
শ্রমিকদের নিয়ে কাজ করা এই নেত্রী আরও বলেন, “আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে যাতে এক সংস্থা আরেক সংস্থার ঘাড়ে দায় না চাপায়। এই বিষয়গুলো থেকে আমাদেরকে চলে আসতে হবে। আমাদের যে পলিসি ব্রিফ যাবে, পলিসি ব্রিফের মধ্যে এই বিষয়টা একদম শক্তিশালী করে বলা দরকার থাকবে যে আমাদের সমন্বিত ভাবে কাজ করতে হবে।”
সভায় আলোচক হিসেবে উপস্থিত আছেন বিলস’র নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আলী আহমেদ খান, , বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক ( অপারেশনস অ্যান্ড মেইনটিনেন্স) লে. কর্নেল মুহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, , কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভুঁইয়া, কর্মজীবী নারী’র প্রকল্প সমন্বয়ক রিনা আমেনা, নিরাপত্তা বিশেষজ্ঞ আবুল বাশার মিয়া, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আখতার মাহমুদ, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি’র (বিসিডাব্লিউএস) প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক কল্পনা আখতার, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী , গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, বিজিএমইএ'র সিনিয়র ডেপুটি সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, অ্যাকশন এইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি লিড মোরিয়াম নেসা এবং বুয়েটের কেমিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান।
বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গোলটেবিল আলোচনাটি সরাসরি প্রচারিত হচ্ছে।