শ্রমিকদের রাসায়নিক সুরক্ষায় জাতীয় নীতি প্রয়োজন: ম্যাক্স টুনন 

শ্রমিকদের রাসায়নিক সুরক্ষায় জাতীয় নীতি প্রয়োজন: ম্যাক্স টুনন 

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেছেন, রাসায়নিক সুরক্ষা, অগ্নি সুরক্ষা, গ্যাস সিলিন্ডার ব্যবহার ও স্টোরেজের জন্য তথ্য এবং কীভাবে এগিয়ে যেতে হবে ও ফাঁক-সমস্যাগুলো সংশোধন করতে হবে, তার জন্য জ্ঞান এখানেই রয়েছে। যা আসলে গুরুত্বপূর্ণ তা হলো একটি জাতীয় নীতি বা এমন কিছু, যা এই খাতে কাজ করা প্রত্যেককে সংযুক্ত করে।

শনিবার (২৯ নভেম্বর) ডেইলি স্টার সেন্টারে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) যৌথ উদ্যোগে আয়োজিত ‘শিল্প খাতে অগ্নি ও রাসায়নিক দুর্ঘটনা রোধে কার্যকর নীতি বাস্তবায়ন ও টেকসই কর্মপরিবেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব বলেন।

ম্যাক্স টুনন বলেন, রাসায়নিক এবং অগ্নি সুরক্ষা সম্পর্কিত একটি জাতীয় নীতি যা বিভিন্ন সংস্থা এবং জ্ঞান ও তথ্যকে একত্রিত করতে সহায়তা করে; যাতে আপনি সহজেই একসঙ্গে কাজ করতে পারেন। একটি নীতিমালা, যা স্টোরেজ এবং শিপিং, হ্যান্ডলিং, রিপোর্টিং ও এই জাতীয় জিনিসগুলো কভার করে। নিয়োগকর্তার কাছে কর্মীর প্রয়োজনীয় তথ্য থাকা দরকার এবং সম্প্রদায়ের কাছে সেই কর্মক্ষেত্রে কী রয়েছে, সেই রাসায়নিক কী তার তথ্য থাকা দরকার। তাদের সেই জ্ঞান থাকা দরকার। রাসায়নিক সুরক্ষা সম্পর্কে তথ্য ভাগ করে নেওয়ার জন্য আমরা একটি শক্তিশালী প্রচারণা করতে পারি এবং তারপর এর বাইরেও একটি শক্তিশালী ডাটাবেজ রয়েছে যা অ্যাক্সেসযোগ্য এবং পঠনযোগ্য এবং কমিউনিটি কর্মীরা, প্রত্যেকে জ্ঞান পেতে এবং তারা কী নিয়ে কাজ করছে তা জানতে পারে।

তিনি বলেন, রাসায়নিক সুরক্ষা এবং স্টোরেজের অন্য অংশটি হলো শ্রমিকের কী আছে তা জানার প্রয়োজনের বাইরে, অগ্নি প্রতিক্রিয়া, জরুরি প্রতিক্রিয়া আপনার কর্মক্ষেত্রে কী রয়েছে তা জানা দরকার। এর বাইরে, যা বলা হয়েছে তা হলো তদন্ত হয়েছে, ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমাদের রিপোর্ট করার ক্ষমতা কমে গেছে। সুতরাং আউটরিচ করুন, তথ্য রাখুন, প্রত্যেকের সঙ্গে জ্ঞান ভাগ করুন যাতে তারা আরও সহজেই রিপোর্ট করতে পারে এবং তারপর নিশ্চিত করুন যে নিয়োগকর্তা রিপোর্টিংয়ের জন্য শ্রম আইনের অধীনে তাদের দায়িত্ব জানেন। যাতে তারা আরও ঘন ঘন রিপোর্ট করে। 

তিনি আরও বলেন, স্বল্পমেয়াদি আঘাত এবং দুর্ঘটনা, পোড়া ইত্যাদি আওতার বাইরে থেকে গেছে। এটি দীর্ঘমেয়াদি প্রভাবের জন্য পেশাগত রোগ এবং এটি নিয়ে কাজ করা দরকার। সুতরাং আমি মনে করি, ঘরের লোকদের জন্য যেমন জ্ঞান এখানে রয়েছে, আমরা জানি কী হওয়া দরকার, সম্মিলিতভাবে কাজ করতে এবং একটি শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি করতে এবং আইএলও’র ভূমিকা হলো, উপদেষ্টা হিসেবে কাজ করা এবং আমরা একসঙ্গে কাজ করতে সহায়তা করার জন্য সংযোগকারী হতে পারি এবং আমরা যেকোনও উপায়ে সমর্থন করতে পেরে খুশি হবো।

বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত আছেন– বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান, বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, কর্মজীবী নারীর প্রকল্প সমন্বয়ক রিনা আমেনা, নিরাপত্তা বিশেষজ্ঞ আবুল বাশার মিয়া, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আখতার মাহমুদ, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডাব্লিউএস) প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক কল্পনা আখতার, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, বিজিএমইএর সিনিয়র ডেপুটি সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, অ্যাকশন এইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি লিড মোরিয়াম নেসা এবং বুয়েটের কেমিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান। 

বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গোলটেবিল আলোচনাটি সরাসরি প্রচারিত হচ্ছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin