মাদক পাচারে সাজাপ্রাপ্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা করবেন ট্রাম্প

মাদক পাচারে সাজাপ্রাপ্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা করবেন ট্রাম্প

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর মার্কিন আদালতে মাদক পাচার–সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হন হার্নান্দেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে এ খবর জানা গেছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে শুক্রবার (২৮ নভেম্বর) ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি হার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে বলেন, পূর্ববর্তী প্রশাসন তার প্রতি “খুব কঠোর এবং অন্যায্য” আচরণ করেছে।

হার্নান্দেজ ২০২৪ সালের মার্চে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি করার ষড়যন্ত্র এবং মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ন্যাশনাল পার্টির সদস্য হার্নান্দেজ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০২২ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হন, যেখানে তার বিরুদ্ধে সহিংস মাদক পাচার চক্র পরিচালনা এবং বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তার অভিযোগ আনা হয়। দুই বছর পর নিউ ইয়র্কের একটি জুরি তাকে দোষী সাব্যস্ত করে।

ওই একই পোস্টে ট্রাম্প মধ্য আমেরিকার দেশটিতে রবিবার অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রক্ষণশীল প্রার্থী টিটো আসফুরাকে সমর্থন জানান।

জরিপে দেখা যাচ্ছে, হন্ডুরাসের নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন বর্তমান ন্যাশনাল পার্টির নেতা ও তেগুসিগালপার সাবেক মেয়র আসফুরা, ক্ষমতাসীন বামপন্থী লিব্রে পার্টির সাবেক প্রতিরক্ষামন্ত্রী রিক্সি মনকাদা এবং মধ্যপন্থি লিবারেল পার্টির টেলিভিশন উপস্থাপক সালভাদর নাসরালা।

ট্রাম্প তার শুক্রবারের পোস্টে মনকাদা ও নাসরালার সমালোচনা করেন। তিনি লেখেন, নাসরালা একজন “কমিউনিস্ট” এবং তিনি শুধু মনকাদা ও আসফুরার ভোট কমাতে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ট্রাম্প পোস্টে আসফুরাকে এমন এক প্রার্থী হিসেবে বর্ণনা করেন, যিনি “গণতন্ত্রের জন্য লড়ছেন” এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধিতা করছেন।

উল্লেখ্য, মাদুরো প্রশাসনের সঙ্গে সম্প্রতি বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক। তাদের অভিযোগ, গত বছরের বিতর্কিত নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে পুনর্নির্বাচিত হওয়া মাদুরো একটি মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন।

শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন, মাদুরো “এবং তার নারকো-সন্ত্রাসীরা” কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা দখল করে নিয়েছে।

গত আগস্টে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক পরিবহনের অভিযোগে অভিযুক্ত নৌযানগুলোকে লক্ষ্য করে একটি মাদকবিরোধী অভিযান শুরু করে। সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় এ পর্যন্ত ৮০ জনেরও বেশি নিহত হয়েছে।

২০২২ সাল থেকে হন্ডুরাস লিব্রে পার্টির প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর নেতৃত্বে রয়েছে। কাস্ত্রো কিউবা ও ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।

তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছেন এবং দু’দেশের দীর্ঘমেয়াদি প্রত্যর্পণ চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছেন। তার দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিও আছে, যা আঞ্চলিক আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় ভূমিকা রাখে।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin