সিনেমায় অভিনয়ে ভয় সাফার, জানালেন কারণ 

সিনেমায় অভিনয়ে ভয় সাফার, জানালেন কারণ 

ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এক দশকের বেশি সময় ধরে নাটকে কাজ করলেও সিনেমায় দেখা মেলেনি তাকে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর গুলশানে এক আয়োজনে অংশ নিয়ে এমনটাই জানান সাফা কবির। তিনি বলেন,  আমি নিজেকেও বড় পর্দায় (সিনেমায়) দেখতে চাই। তবে এখন কিছুটা ভয় হয়!

কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন, এখন নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রীরা সিনেমায় কাজ করছে। সিনেমা মুক্তির আগেই দেখা যায় কিছু মানুষ বলছে- নাটকের অভিনেত্রী নায়িকা! এ ধরনের মন্তব্য আমাকে আশাহত করে। আমাদের শিল্পীরা তো একেকটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যেতে চায়। দর্শকদের ভালোবাসা, উৎসাহ আমাদের সবার কাম্য।  

অনেক কটূ মন্তব্যের পরও নাটকের অনেক তারকা সিনেমায় এসে এগিয়ে যাচ্ছে। তাদের স্যালুট জানান সাফা কবির। যোগ করে তিনি বলেন, আসুন আমরা সবাই সবাইকে উৎসাহ দেই, সাপোর্ট করি, পাশে থাকি- এভাবেই আমরা একদিন বড় হবো। একদিন আমাকেও বড় পর্দায় দেখা যাবে।  

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন সাফা কবির। এই সময়ে বিভিন্ন রকমের গল্পে নানামাত্রিক চরিত্রে সামনে এসেছেন। তবে ইদানিং ভালো গল্প ও চরিত্রের অভাববোধ করছেন বলেও এদিন জানান সাফা। আর এ কারণেই নাকি কাজও কমিয়ে দিয়েছেন তিনি।  

সাফা কবির বলেন, আমি বেশ কিছুদিন বিরতিতে ছিলাম। বেশ কিছু কাজ করা আছে ইনশাআল্লাহ সামনে প্রচারে আসবে। বিরতির কারণ হচ্ছে, আমার মনে হচ্ছিল- নতুন ধরনের স্ক্রিপ্ট আসছিল না, যেটা নিয়ে দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারব। অনেক কাজ করেছি, কিন্তু ১১ বছর কাজের পর মনে হচ্ছে নতুন কোনও গল্প আমি পাচ্ছি না। যা পাচ্ছি খুবই কম, এ কারণে আমার কাজের পরিমাণ কমে গেছে।  

নতুন কাজের প্রসঙ্গে সাফা কবির বলেন, ইনশাআল্লাহ আগামী মাসে আপনাদের আমি একটা সুখবর দিতে যাচ্ছি। আর যে নাটকগুলো এখনও প্রচার হয়নি খুব শিগগিরই সেগুলো দেখতে পাবেন।  

বলে রাখা যায়, আশফাক বিপুলের নির্মাণে এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সাফা কবির। এরপর তিনি কয়েকটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার।  

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin