কারাবাসের সময়ও আমি চিকিৎসাসেবা দিয়েছি: মেয়র শাহাদাত

কারাবাসের সময়ও আমি চিকিৎসাসেবা দিয়েছি: মেয়র শাহাদাত

চট্টগ্রাম: কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডাক্তার হিসেবে আমাদের মূল দায়িত্ব সবসময় রোগীদের পাশে থাকা। রোগীদের সুস্থতায়ই আমাদের সবচেয়ে বড় আনন্দ ও তৃপ্তি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।  

মেয়র বলেন, আজকে যেসব ইন্টার্ন চিকিৎসককে ছাড়পত্র দেওয়া হলো তাদের মনে রাখতে হবে আপনাদের পূর্বসূরি চিকিৎসকেরা করোনা মহামারিকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। অনেকে চিকিৎসা দিতে গিয়ে মারা গেছেন, অনেকে রোগাক্রান্ত হয়ে আজও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা চিকিৎসা পেয়েছি। তরুণ চিকিৎসকদের আত্মত্যাগের এই মহিমাকে হৃদয়ে ধারণ করতে হবে।  

মেয়র বলেন, মানুষের আস্থার জায়গায় ডাক্তারদের পৌঁছাতে হবে। রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ করতে হবে। রোগীদের একটু মমতা দিয়ে কাউন্সেলিং করলে তারা যে মানসিক শক্তি পান তা তাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উল্লেখ করে বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ছব্বিশের গণআন্দোলন—সব সময়ই ডাক্তাররা জনগণের পাশে ছিলেন। সব চিকিৎসককে আহ্বান জানাই—লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে আমাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন চৌধুরী।  

উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, ডা. মাহমুদুর রহমান, ডা. ফয়জুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালি প্রমুখ।

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin