শেখ হাসিনার রায় ঘিরে ঢাবিতে শিক্ষার্থীদের উপস্থিতি কম

শেখ হাসিনার রায় ঘিরে ঢাবিতে শিক্ষার্থীদের উপস্থিতি কম

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। তবে সকাল থেকে কিছু পরিবহন যথারীতি ক্যাম্পাসে এসেছে বলে জানা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, কলা ভবন, রাজু ভাস্কর্য ও গণগ্রন্থাগার ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় আজ শিক্ষার্থীদের আনাগোনা কম।

jwARI.fetch( $( "#ari-image-jw691aa941336a0" ) );

শেখ হাসিনার রায় ইস্যুতে পক্ষে বা বিপক্ষে এখন পর্যন্ত কোনও ধরনের মিছিল হয়নি। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মিছিল হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মূলত তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে কর্মসূচি পালন করবেন জানায় সূত্রটি।

সেখানের কয়েকজন চা দোকানি জানান, সাধারণত এ সময় ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের কিছুটা আড্ডা থাকে। তবে আজ কিছুটা নীরব।

jwARI.fetch( $( "#ari-image-jw691aa941336d3" ) );

টিএসসির ফুটপাতে চা দোকানী নাসির বলেন, ‘আজ এখন পর্যন্ত কেন এমন নীরবতা তার জানা নেই।’

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা অনুপ জানান, যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin