সীতাকুণ্ডে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি

সীতাকুণ্ডে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।  

রোববার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় জড়িত হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, গোলাম মওলা মুরাদ ও সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক যৌথ বিবৃতিতে বলেন, জঙ্গল সলিমপুর দির্ঘদিন থেকে দাগি আসামি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।  

সন্ত্রাসীদের এই দূর্গ ভেঙ্গে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, সাংবাদিকদের উপর এই ধরনের নগ্ন হামলা মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকি।

হামলাকারীরা কোনো ধরনের রাজনৈতিক দলের প্রশ্রয় যাতে না পায় সে ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা। নেতারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদেররা যে দলেরই হোক না কেন তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাকে স্থানীয় রাজনৈতিক দলগুলো যথাযথ সহযোগিতা করবে। জঙ্গল সলিমপুরে কারা অবস্থান করে থাকে আইনশৃঙ্খলাবাহিনী না জানার কথা নয়।

সাংবাদিক নেতারা বলেন, আমরা দেখতে চাই, পুলিশ প্রশাসন হামলাকারীদের চিহ্নিত করে ২৪ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসেছে, এইক্ষেত্রে কোন ধরনের গাফলতি সহ্য করা হবেনা।

রোববার সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমানের সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া সাংবাদিকের মোবাইল-মানিব্যাগও ছিনিয়ে নেয় তারা।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin