বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ: কাবরেরা

বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ: কাবরেরা

এশিয়ান কাপ বাছাই ফুটবলে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে চলছে জামাল ভূঁইয়াদের নিবিড় অনুশীলন। তাদের নিয়েই নিজেদের মাঠে বড় চ্যালেঞ্জে জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ; এমনটাই বললেন কোচ হাভিয়ের কাবরেরা।

রবিবার (৫ অক্টোবর) অনুশীলনের ফাঁকে কাবরেরা সাংবাদিকদের বলেন, 'অনুশীলন খুব ভালো চলছে। ক্যাম্পের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন পর্যন্ত দলের অগ্রগতিতে আমি খুবই খুশি ও ইতিবাচক। সব ঠিকঠাক চলছে আরও চারটি অনুশীলন সেশন বাকি আছে। বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার সময় এটা।'

দলে চোটের হানার বিষয়ে কাবরেরা বলেন, 'সুমন আর ইব্রাহিম দুজনই ভালো অবস্থায় এসেছিল। তারিক তপু আর আল আমিন এই পাঁচজনের কিছুটা চোটে ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সুমন ও ইব্রাহিম সময়মতো চোট কাটিয়ে ওঠে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং ক্লাবে ফিরিয়ে দেওয়া হয়েছে—যেখানে তারা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে।’

jwARI.fetch( $( "#ari-image-jw68e2775395f21" ) );

তিনি আরও বলেন, ‘তারিক, তপু ও আল আমিনের ব্যাপারে আমরা আশাবাদী। তারিক আর আলামিন আজই অনুশীলনে ফিরবে, আশা করি তপুও খুব শিগগিরই ফিরবে।'

হংকংয়ের বিপক্ষে ম্যাচে পুরো তিন পয়েন্টই পেতে চান বাংলাদেশের এই স্প্যানিশ কোচ। তার পরিস্কার কথা,' আমরা সবার কাছেই বড় পারফরম্যান্স প্রত্যাশা করি। এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ— নিজেদের মাঠে খেলে তিন পয়েন্ট পাওয়ার, আবার মূলপর্বে খেলার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। যারা এখন দলে আছে, তাদের সবার কাছে এটাই মূল লক্ষ্য, তেমনি হামজা ও শমিতের জন্যও। '

ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী আগামীকাল সকালে ঢাকা আসছেন। কাবরেরা তাই আশাবাদী কন্ঠে বললেন, 'হামজা কাল সকালেই আসছে, সব ঠিক থাকলে তিনটি অনুশীলন সেশন করবে আমাদের সঙ্গে। শমিতের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন। সে পরশু রাতে আসবে, শুধু ম্যাচের আগের দিনই অনুশীলন করতে পারবে। তাই তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।'

প্রতিপক্ষ হংকং নিয়ে কাবরেরার মূল্যায়ন

‘আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি। আমরা পুরোপুরি আশাবাদী যে তিন পয়েন্ট নিতে পারব। হংকং খুবই শক্তিশালী দল, শারীরিকভাবে কঠিন প্রতিপক্ষ। অবশ্যই তাদের বিপক্ষে আমরা ভুগব। তবে আমাদের  সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। একে অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমরা একতাবদ্ধ থাকি, আগের মতো পারফর্ম করতে পারি,  আমাদের বিশ্বাস আমরা লক্ষ্য অর্জন করতে পারব।'

তিনি আরও বলেন, 'তারা কঠিন দল, যেমনটা বলেছি শারীরিকভাবে শক্তিশালী। তাদের দলে বিভিন্ন বংশোদ্ভূত খেলোয়াড় আছে। অনেকে চাইনিজ সুপার লিগেও খেলে। সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে তাদের খেলা দেখেছি। প্রথম থেকেই বলেছি, এই গ্রুপের দলগুলোর মধ্যে পার্থক্য খুবই কম। তাই ম্যাচটা কঠিন হবে, কিন্তু আমরা বিশ্বাস করি, জেতা সম্ভব।

কাবরেরা বলেন, ‘আমরা এখনো সব দিক নিয়ে কাজ করছি, বিশেষ করে সেসব জায়গায় যা সিঙ্গাপুরের বিপক্ষে ঠিকভাবে কাজ করেনি। অনেক কিছুই ভালো ছিল, কিন্তু কিছু মুহূর্তে আমরা পিছিয়ে গিয়েছিলাম। সেখানে কিভাবে উন্নতি করা যায়,  কীভাবে আরও ধারাবাহিক হওয়া যায় এবং অবশ্যই কীভাবে আরও গোল করা যায় যা আমাদের তিন পয়েন্ট দেবে— সেসসব নিয়ে কাজ করেছি।'

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স

হামজার পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, 'এখন পর্যন্ত সেই পজিশনে হামজা দারুণ খেলেছে। গত ম্যাচের কিছু সময় সে আরও ওপরে খেলেছে। যেটা নিয়ে আগেও ওর সঙ্গে কথা হয়েছিল। ডিফেন্সে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি আক্রমণেও তার অবদান চাই আমরা। যেন সে সেকেন্ড লাইন থেকে উঠে এসে সুযোগ তৈরি করতে পারে।

সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তেও ওর ভালো কিছু সুযোগ ছিল। তাই আমি মনে করি, সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যেমন কাজ করেছে, আক্রমণাত্মক ভূমিকাতেও সমানভাবে সফল হয়েছে।’

কোচ আরও বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তেও ভালো কিছু সুযোগ ছিল তার সামনে। ডিফেন্সিভ ও অফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এই মিশ্র ভূমিকায় স্বচ্ছন্দ্যে খেলতে পরেছে বলে আমার মনে হয়।'

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin