কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক (ইউনিফর্ম) তৈরিতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ইউপিডিএফ নেতা সুইপ্রু মারমা প্রকাশ চিনু মারমার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, কেএনএফ সন্দেহজনক পোশাক তৈরিতে সহায়তার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সুইপ্রু মারমা প্রকাশ চিনু মারমাকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

আদালতে রিমান্ড আবেদনে বলা হয়েছে, সুইপ্রু মারমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পরিচালক (প্রশাসন)। কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের ফান্ডের উৎসের নেপথ্য কারিগরদের শনাক্তকরণ, মামলার রহস্য উদ্‌ঘাটন এবং পলাতক আসামিদের শনাক্ত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ জরুরি।

এর আগে গত ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পরে ২ জুন রাতে নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতার ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বায়েজিদের রিংভো অ্যাপারেলস ও নুর ফ্যাশন অ্যান্ড গারর্মেন্টস ফ্যাব্রিকস নামের কারখানা থেকে কেএনএফের ইউনিফর্মের কাপড় ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল। এ ছাড়া ২৬ মে রাতে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি এবং ১৭ মে রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাটের রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি সন্দেহজনক পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। পুলিশের এজাহারে বলা হয়, দুই কোটি টাকার চুক্তিতে কেএনএফের জন্য এসব ইউনিফর্ম তৈরির অর্ডার নেওয়া হয়েছিল। এ ঘটনায় সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, কেএনএফ দুই-তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। সম্প্রতি বান্দরবানের দুই উপজেলায় ১৭ ঘণ্টার ব্যবধানে দুই ব্যাংকের তিনটি শাখায় ডাকাতির ঘটনায় সংগঠনটি নতুন করে আলোচনায় আসে।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin