সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিযানকালে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৪ রাউন্ড, ককটেল ৩টি, রামদা ৫টি, চাপাতি ১টি, ফালা ৩টি, দেশীয় তৈরি এলজি ৩টি, কার্তুজ ৭ রাউন্ড, তাজা গোলা ৮টি, ফাঁকা গোলা ৪টি, ফাঁকা কার্তুজ ৬টি, দেশীয় দা ১টি, একনলা দেশীয় তৈরি এলজি ১টি, দেশীয় তৈরি পাইপগান ১টি উদ্ধার করা হয়েছে।