ইংরেজ আমলের নাম মুছলো ভারত, রাজভবন এখন লোকভবন

ইংরেজ আমলের নাম মুছলো ভারত, রাজভবন এখন লোকভবন

ইংরেজ আমলের সব পরাধীনতার অবশেষ সরিয়ে ফেললো ভারত। শনিবার থেকে প্রতিটি অঙ্গ রাজ্যে থাকা রাজ‍্যপালের ভবন-যা রাজভবন বলা হতো-তা এবার থেকে লোকভবন হবে। সেই কাজ শুরু হলো পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে হচ্ছে লোকভবন। 

জানা গেছে, রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রের মোদি সরকারের অনুমতি মিলতেই শনিবার আনুষ্ঠানিক ঘোষণা হলো লোকভবনের নাম। এরপর ধীরে ধীরে সারা ভারতে এই নাম কার্যকর হবে। 

এ নিয়ে গত ২৫ নভেম্বর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে বলা হয় রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন করা হবে।

মূলত, রাজভবন নামটির সঙ্গে ইংরেজ আমলের ‘রাজত্ব-রাজা’ ইত্যাদি ধারণা জড়িত রয়েছে। সেই কারণে ‘রাজ’ শব্দটি সরানোর আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর রাজভবন যেহেতু আপামর সাধারণ মানুষের জন্য, সেই কারণে রাজ্যপাল চেয়েছিলেন, এমন একটি নাম হোক যা সাধারণ মানুষের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। সেই কারণেই এই পরিবর্তন। পরবর্তীতে সব রাজ্যের রাজ্যপালরাই এই নাম পরিবর্তনের পক্ষে ছিলেন। এরপরই সম্মতি দেয় কেন্দ্র। আর কেন্দ্রের সম্মতি পেতেই রাজভবনে থাকা পুরনো নামের ফলক বদলে দিয়েছেন রাজ্যপাল বোস।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, শুধু যে নাম পরিবর্তন হয়েছে এমনটা নয়। বিভিন্ন ধরনের যে নথি আছে সেগুলোতেও যা-যা প্রয়োজনীয় ছিল পরিবর্তন করার, সে কাজও আজ থেকে শুরু হয়ে গেছে।

রাজ্যপাল বলেন, ভারতের সব রাজভবনকেই এবার থেকে লোকভবন বলে ডাকা হবে।

Comments

0 total

Be the first to comment.

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ভবন: তাঁবুতে চলছে নেপালের সুপ্রিম কোর্টের কার্যক্রম BanglaTribune | এশিয়া

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ভবন: তাঁবুতে চলছে নেপালের সুপ্রিম কোর্টের কার্যক্রম

কাঠমান্ডুতে অগ্নিসংযোগ ও ভাঙচুরে প্রধান ভবন ধ্বংস হওয়ার পর নেপালের সুপ্রিম কোর্ট রবিবার থেকে নিজেদের...

Sep 14, 2025

More from this User

View all posts by admin