সাংবাদিকদের একটি অংশের সীমাহীন তোষামোদির কারণেই হাসিনা ঘৃণ্য ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন: নার্গিস বেগম

সাংবাদিকদের একটি অংশের সীমাহীন তোষামোদির কারণেই হাসিনা ঘৃণ্য ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন: নার্গিস বেগম

যশোর: বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সাংবাদিকদের একটি অংশের সীমাহীন তোষামোদির কারণেই শেখ হাসিনা ঘৃণ্য ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। তার চারপাশে থাকা সাংবাদিকরা দেশের প্রকৃত অবস্থা কখনোই তাকে জানতে দেয়নি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নার্গিস বেগম বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান এক মাসের আন্দোলনের ফসল নয়। বরং ২০০৯ সালের পর থেকে বিরোধী রাজনৈতিক দলের লাগাতার আন্দোলনের ফলশ্রুতিতে জুলাইয়ে এসে ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণে এই গণঅভ্যুত্থান। যেখানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

তিনি বলেন, আমাদের বহু প্রাণ গেছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে-তাদের রক্তের স্রোতের মাধ্যমে পেয়েছি এই নতুন বাংলাদেশ। সেকারণে সামান্য স্বার্থের কারণে আবার কোনো তাবেদার, আগ্রাসী ও আধিপত্যবাদের ক্রীড়াণক যেনো আমরা না হই, সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, শেখ হাসিনা যেমন সাংবাদিকদের একটি অংশকে তার তাবেদার বানিয়ে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, আশা করি আপনারা সেই পথে হাঁটবেন না।

আপনাদের সততা, সমাজের প্রতি দায়িত্ববোধ, দেশপ্রেমই পারবে দীর্ঘসংগ্রামের ফসল গণতন্ত্রকে বিনির্মাণ করতে।

সাধারণ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। সম্মনিত অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, প্রেসক্লাব যশোরের সেক্রেটারি এসএম তৌহিদুর রহমান, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সাবেক সেক্রেটারি আহসান কবির এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ও সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin