সালথায় দুই পক্ষের সংঘর্ষে ৫৪ জন আহত

সালথায় দুই পক্ষের সংঘর্ষে ৫৪ জন আহত

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাটও ভাঙচুর করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টার দিকে তারা দেশীয় অস্ত্র- ঢাল, সরকি, ইট-পাটকেলসহ বিভিন্ন জিনিস ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাশের কয়েকটি গ্রামের লোকজনও এতে অংশ নেন। উভয় পক্ষের নেতৃত্বে থাকা নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দুই জনই বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

তারা আরও জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫৪ জন আহত হয়। আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় বেশ কিছু বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।

সালথা থানার এসআই মারুফ হাসান বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin