শাহজালালে ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ চোরাকারবারী আটক

শাহজালালে ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ চোরাকারবারী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, শনিবার (২২ নভেম্বর) বিকালে বিশেষ অভিযান চালানোর সময় বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন নূরুল আলম। এ সময় এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা তাকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানিয়েছে, ২১ ও ২২ ক্যারেটের এই স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, নূরুল আলম দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত  এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, চলতি বছরে এয়ারপোর্ট এপিবিএন এ পর্যন্ত ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, "বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছি। স্বর্ণ ও মাদক চোরাচালানের তৎপরতা রোধে এপিবিএন সবসময়ই তৎপর। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।"

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin