বিএনপি কার্যালয়ে হামলা: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বিএনপি কার্যালয়ে হামলা: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মনজু মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মনজু মিয়া কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লালচামার গ্রামের মৃত কাজীম উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজুকে আটক করা হয়। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার বলেন, ‘জেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় মনজুর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’

উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে মনজুকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে পরে হাইকোর্ট ওই বরখাস্তের আদেশ স্থগিত করেন, ফলে তিনি পুনরায় দায়িত্বে ফিরে আসেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin