রাজধানীর ক্যান্টনমেন্টের কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেটকারে অগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, কুর্মিটোলা ফায়ার স্টেশন ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায়। পরে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, উত্তরার দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের ইঞ্জিনের ধোয়া উঠতে থাকলে মালিক নিজেই গাড়ি সাইড করে নামেন এবং সেখানে পুলিশও উপস্থিত ছিল। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।