২০১৭ চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে সেই বাইসাইকেল কিকের পুনরাবৃত্তিই যেন করলেন ক্রিশ্চিয়ানও রোনালদো। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় আল নাসর। ম্যাচে ‘বুড়ো’ রোনালদোর চোখ ধাঁধানো গোল ছিল দেখার মতো।
ম্যাচের ৯৬ মিনিট। সতীর্থ নাওয়াফ বুশালের ক্রসে রোনালদো খানিকটা এগিয়ে নিখুঁত এক বাই-সাইকেল কিকে প্রতিপক্ষের গোলকিপারকে কোনো সুযোগই দিলেন না। গোল!
এর আগে ৩৯ মিনিটে জোয়াও ফেলিক্স প্রথম গোল করে আল নাসরকে এগিয়ে দেন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েসলি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই মুরাদ আল-হাওসাওয়ি আল খালিজের হয়ে একটি গোল শোধ করেন। তবে ৭৭ মিনিটে সাদিও মানে ব্যবধান বাড়ান আল-নাসরের হয়ে।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদোর গোল ছিল দেখার মতোই। ৪০ বছর বয়সে যেন নতুন করে জ্বলে উঠলেন।