নিজেদের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। প্লে অফে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তারা নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।
ম্যাচে গোল করতে না পারলেও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। তাদেও অ্যালেন্দে হ্যাটট্রিক করেছেন। একটি করে গোল করেন মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়া। এই জয়ে মায়ামি তুলে নিয়েছে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা।
ম্যাচের শুরুতেই অ্যালেন্দের শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। কিছুক্ষণ পর জর্ডি আলবার ক্রস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যালেন্দে। ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-১। এরপর তেলাস্কো সেগোভিয়া করেন দলের চতুর্থ গোল। শেষ দিকে অ্যালেন্দে নিজের তৃতীয় গোলটি করে পূরণ করেন হ্যাটট্রিক।
ম্যাচের পর ইস্টার্ন কনফারেন্সের ট্রফি হাতে তুলে ধরেন মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। সেই মুহূর্তে ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস আবারও মনে করিয়ে দেন দলের মূল বার্তা,‘আর মাত্র একটি ম্যাচ।’ আগামী শনিবার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে আতিথ্য জানিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ইন্টার মায়ামি।
মাস জানান, ‘এই ট্রফিটা তোমাদের জন্য, মায়ামি—আমাদের সমর্থক। ক্লাব অসাধারণ প্রচেষ্টা দেখিয়েছে, আর ফলটাও দুর্দান্ত।’