আনসার-ভিডিপি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গ্রেফতার

আনসার-ভিডিপি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গ্রেফতার

নোয়াখালীতে দেওয়ার কথা উল্লেখ করে ১০ কোটির টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকাল সাড়ে ১০টায় র‍্যাবের কাছ থেকে তাকে দুদকের নোয়াখালী কার্যালয়ের তদন্ত টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ঋণ নেওয়া গ্রাহকদের অধিকাংশ ব্যক্তির বাস্তবে অস্তিত্ব না থাকা, ভুয়া এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করা ও গ্রাহকদের না জানিয়ে তাদের নামে ঋণ তুলে ব্যাংকের দুটি শাখা থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাৎ করে পালিয়েছিলেন আলমগীর।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের গত ২০ অক্টোবরের অভিযানে কর্মকর্তারা রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে অসংখ্য অনিয়ম এবং জালিয়াতির স্পষ্ট প্রমাণ পান। ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তেও মেলে এর সত্যতা। অভিযোগের ভিত্তিতে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুদকের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

চলতি বছরের অক্টোবর মাসে বিষয়টি জানাজানি হলে আলমগীরের বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

দুদকের উপ-পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে র‍্যাবের সহায়তায় গ্রেফতারের পর আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে তাকে আদালতে সোপর্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তার বিরুদ্ধে সেনবাগ ও নোয়াখালী শাখায় গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও জালিয়াতির দুটি মামলা হয়েছে। সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালীর উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া বলেন, ‘আমাদের বিভিন্ন সদস্যদের নামে ঋণ দেখিয়ে ব্যাংকের ব্যবস্থাপক অর্থ আত্মসাৎ করেছেন। তিনি প্রায় ১০ কোটি টাকার মতো অর্থ আত্মসাৎ করেছেন, যেটি দুদক ও ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে। তাকে দুদকের দায়ের করা মামলায় আজ গ্রেফতার করা হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin