ময়মনসিংহে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ময়মনসিংহে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

দশম গ্রেডের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ময়মনসিংহে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে অংশ নেন।

দাবি মানা না হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারী মেডিক্যাল টেকনোলজিস্ট মনির হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দশম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়ায় দুই ঘণ্টা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছি। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin