প্রবাসীদের ঐক্যে নতুন নেতৃত্ব: বিএনডিএর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রবাসীদের ঐক্যে নতুন নেতৃত্ব: বিএনডিএর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের (বিএনডিএ) ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।  

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন এই কমিটিকে অনুমোদন দেন।

এতে বলা হয়, প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী। সদস্যসচিব করা হয়েছে শাহ যোবায়েরকে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের সমন্বয়ে গঠিত হয়েছে এই ১০১ সদস্যের কমিটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূললক্ষ্য হলো জাতীয়তাবাদের চেতনায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া, প্রবাসী বাংলাদেশিদের জন্য সমর্থনমূলক উদ্যোগ গ্রহণ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখা।

সংগঠনের সূত্র বলছে, তাদের স্লোগান—‘জাতীয়তাবাদের চেতনায়, প্রবাসীদের ঐক্যে। ’

প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন নবনিযুক্ত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রবাসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রবাসী দেশপ্রেমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি প্রবাসে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ’

তিনি বলেন, ‘প্রবাসের তরুণ ও অভিজ্ঞ জাতীয়তাবাদী নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি বৈশ্বিক পরিসরে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংহত করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দলের অবস্থানকে শক্তিশালী করবে। ’

এএটি

Comments

0 total

Be the first to comment.

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং Banglanews24 | প্রবাসে বাংলাদেশ

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে প্যারিস-লা বোর্জের প্রদর্শনী কেন্দ্রে সোমবার (১৫ সেপ্টেম্বর) শুর...

Sep 16, 2025

More from this User

View all posts by admin