ভোটকর্মকর্তাদের পর্যবেক্ষণে থাকবে পৃথক টিম

ভোটকর্মকর্তাদের পর্যবেক্ষণে থাকবে পৃথক টিম

ঢাকা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্র পর্যবেক্ষণে থাকবে পৃথক টিম। এ টিম ভোটের সামগ্রিক পরিস্থিতি কমিশনকে অবহিত করবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, বর্তমানে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এ কার্যক্রম চূড়ান্ত করা হবে। পাশপাশি একটি পৃথক প্যানেল তৈরি করা হচ্ছে। এ প্যানেলে নিয়োজিত লোকবল দিয়ে ভোটের দিন রিটার্নিং কর্মকর্তা, ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। এক্ষেত্রে পর্যবেক্ষণ প্রতিবেদন সময় ইসিকে দেবেন তারা। স্কুল, কলেজ, মাদরাসা, ব্যাংক, বিমাসহ অন্যান্য প্রতিষ্ঠানে লোকবল নিয়ে প্যানেল তৈরির কাজ চলছে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষে ডিসেম্বরের প্রথমার্থে তফসিল দিতে চায় ইসি। এজন্য সব কার্যক্রম গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।

কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের বিষয়ে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, গত তিনটা নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের নিয়ে সবাই তো সন্দেহ পোষণ করে। তবে ভালো খারাপ তো সবখানেই আছে। কিন্তু একদম অনেকে বলছেন, গত তিন নির্বাচনে যারা কাজ করেছেন, তারা যেন ধারে কাছে না আসতে পারে। এখন ১০ লাখ লোকের (ভোটের দায়িত্বে নিয়োজিত থাকে সাধারণত) মধ্যে বাদ দিলে গেলে, কম্বলই উজাড়। লোম বাছতে গিয়ে কম্বল উজাড়, আমার অবস্থা হয়েছে সে রকম। সুতরাং তাদের কিছু নিতে হবে। তবে তাদের নজরদারির মধ্যে রাখা হবে।

সিইসি বলেন, আমরা ব্যাংক থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নেওয়ার কথা বলছি কারণ হলো সরকারি কর্মচারি যারা আছেন, প্রাইমারি স্কুলের টিচার বলেন, আর যাই বলেন, নিচের লেবেলে, এরা তো দেখে যে কোন সরকার ক্ষমতায় আসবে। প্রমোশন হয় কিনা, বদলি করে দেয় কিনা, এমন একটা ভয় থাকে। তাই আমরা ব্যাংক, ট্যাংক এসব চিন্তা করেছিলাম। তিনি বলেন, আমাদের কাছে নানা কারণে অভিযোগ আসছে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ব্যাংক কর্মকর্তা, উই আর টেক কেয়ার অব দিস। আমরা তালিকা হয়তো নিবো। যা করার আমরা করবো মোটমুটিভাবে।

ইইউডি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা নয়, ইসিকে বিএনপি Banglanews24 | নির্বাচন ও ইসি

ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা নয়, ইসিকে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক এ সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব না...

Oct 23, 2025

More from this User

View all posts by admin