প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং

প্যারিসে শুরু হলো আন্তর্জাতিক বস্ত্রমেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে প্যারিস-লা বোর্জের প্রদর্শনী কেন্দ্রে সোমবার (১৫ সেপ্টেম্বর) শুরু হলো টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৫ আন্তর্জাতিক বস্ত্রমেলা। তিন দিনব্যাপী এ আয়োজন ঘিরে ইতোমধ্যেই বিশ্বব্যাপী বস্ত্রশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভিড় জমেছে।

আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ৩০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৩০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মূলত কাপড়, পোশাক, চামড়াজাত পণ্য ও উন্নত টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে মেলাটিতে।

চীন, ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকংসহ বিশ্বের প্রধান টেক্সটাইল উৎপাদনকারী দেশগুলোর অংশগ্রহণ রয়েছে এবারে। পাশাপাশি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকেও দেখা যাবে।

বাংলাদেশ থেকে সরকারি উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে ছয়টি ও বেসরকারি উদ্যোগে ১৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, মোট ১৯টি।

এবারের মেলার বিশেষ আকর্ষণ হলো ২০২৬–২০২৭ সালের শরৎ-শীত মৌসুমের জন্য নতুন অনুপ্রেরণা, টেকসই ফ্যাশন এবং পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক নানা সেশন।

‘মেসে ফ্রাঙ্কফুর্ট ফ্রান্স’ আয়োজিত এ মেলা ইউরোপের অন্যতম বৃহৎ ফ্যাশন সোর্সিং ইভেন্ট হিসেবে খ্যাত। বিশ্বখ্যাত ব্র্যান্ড, ডিজাইনার ও ক্রেতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মেলা সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।

আরআইএস

Comments

0 total

Be the first to comment.

প্রবাসীদের ঐক্যে নতুন নেতৃত্ব: বিএনডিএর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা Banglanews24 | প্রবাসে বাংলাদেশ

প্রবাসীদের ঐক্যে নতুন নেতৃত্ব: বিএনডিএর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের (বিএনডিএ) ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।  সংগঠনের...

Oct 08, 2025

More from this User

View all posts by admin