ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী লড়াই হচ্ছে অ্যাশেজ। পার্থে যার পর্দা উঠেছে আজ। সেই লড়াইয়ে নীরবে ইতিহাসে নাম লিখে ফেলেছে বাংলাদেশও। আইকনিক এই সিরিজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
সিরিজের প্রথম টেস্টে সৈকত থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের নিতিন মেনন এবং দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক। অস্ট্রেলিয়ার শন ক্রেইগ থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ম্যাচ রেফারি দায়িত্বে আছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।
৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সৈকত আরও একটি মাইলফলকের সঙ্গী হবেন। সেখানে তিনি থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। এ ম্যাচে তার সঙ্গী হবেন হোল্ডস্টক, আর মেনন স্থান নেবেন টিভি আম্পায়ার হিসেবে।
সৈকত অবশ্য বাকি তিন টেস্টে দায়িত্বে থাকবেন না। তৃতীয় টেস্ট শুরু ১৭ ডিসেম্বর, চতুর্থটি ২৬ ডিসেম্বর এবং পঞ্চম টেস্ট ৪ জানুয়ারি। সিরিজের শেষভাগে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের জেফ ক্রো।