প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে ভারতের কলকাতার বিভিন্ন অংশ। দেশটির সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সেখানে অনুভূত ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৭ বলে ধারণা করা হয়েছে।

এছাড়া, কোচবিহারেও টের পাওয়া গেছে কম্পনের রেশ। দক্ষিণ দিনাজপুরে টের পাওয়া গেছে ভূমিকম্প। মালদা ও নদিয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, কলকাতা এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের দাবি, কলকাতা-সহ গোটা রাজ্যেই প্রবল কম্পন অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীতে এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদী মাধবদী। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার।

সূত্র নিউজ ১৮, এবিপি বাংলা, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin