রাজধানীর মগবাজারের দিলু রোডের একটি আট তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ১৮মিনিটের দিকে ভবনের আট তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।