ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ডকে গুলি: সন্দেহভাজনের সঙ্গে সিআইএ সংশ্লিষ্টতা

ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ডকে গুলি: সন্দেহভাজনের সঙ্গে সিআইএ সংশ্লিষ্টতা

ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হয়ে আফগানিস্তানে কাজ করেছিলেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সন্দেহভাজন হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাখানওয়ালকে। তিনি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকাম’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসেন। এই কর্মসূচির মাধ্যমে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা কিছু আফগান নাগরিককে প্রবেশের ভিসা দেওয়া হয়।

সিআইএ-সমর্থিত সামরিক ইউনিটের সঙ্গে লাখানওয়ালের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার পরিচালক জন র‍্যাটক্লিফ। তিনি জানান, আফগানিস্তান যুদ্ধের সময় দক্ষিণ কান্দাহারে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর পাশে থেকে পরিচালিত একটি ইউনিটে কাজ করেছিলেন লাখানওয়াল। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তিনি আফগানিস্তানে একাধিক মার্কিন সরকারি সংস্থার সঙ্গে কাজ করেছিলেন।

ফক্স নিউজ ডিজিটালকে র‍্যাটক্লিফ বলেন, বাইডেন প্রশাসন তাকে যুক্তরাষ্ট্রে আনার পক্ষে যুক্তি দেখিয়েছিল যে তিনি আগে মার্কিন সরকারের, বিশেষ করে সিআইএর সঙ্গে কাজ করেছিলেন। কান্দাহারে অংশীদার বাহিনীর সদস্য হিসেবে তার সম্পৃক্ততা বিশৃঙ্খল সরিয়ে নেওয়ার পরপরই শেষ হয়।

গুলি চালানোর ঘটনার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন দফতর (ইউএসসিআইএস) জানায়, আফগান নাগরিকদের আবাসন-সংক্রান্ত সব আবেদন স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি জানায়, নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়ার পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত আফগান নাগরিকদের সব অভিবাসন সংক্রান্ত আবেদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়ে বলেন, অভিবাসন এখন আমাদের জাতির সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা হুমকি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin