মানবপাচার চক্রের হোতা আব্দুল আলী গ্রেপ্তার

মানবপাচার চক্রের হোতা আব্দুল আলী গ্রেপ্তার

কক্সবাজার: টেকনাফের বাহারছড়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা আব্দুল আলীকে (৫০) আটক করেছে কোস্টগার্ড।

রোববার (১২ অক্টোবর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকেল ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারকারী চক্রের মূলহোতা, একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা এবং বাংলাদেশ নাগরিকদের অপহরণ করে আসছিল। পরবর্তীতে টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়াসহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচার করা হয়।  

তিনি আরও বলেন, আটক মানব পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকের নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin