এনসিএল টি-টোয়েন্টিতে আবারও চ্যাম্পিয়ন রংপুর

এনসিএল টি-টোয়েন্টিতে আবারও চ্যাম্পিয়ন রংপুর

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। খুলনার দেয়া ১৩৭ রানের টার্গেট ১৮ বল হাতে রেখেই টপকে যায় রংপুর।

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার ইমরানুজ্জামান। ইনিংস বড় করতে পারেননি সৌম্য-বিজয়রা। ২২ বল খেলে মাত্র ৮ রান করে বিদায় নেন বাঁহাতি ওপেনার সৌম্য। ১৪ রান করে আউট হয়েছেন আফিফ হোসেন। সর্বোচ্চ ৪৪ রান আসে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। আর শেষ দিকে মৃত্যুঞ্জয়ের ১৩ বলে ২৪ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি পায় খুলনা বিভাগ।

রংপুরের হয়ে ২ উইকেট নিয়েছেন আব্দুল্লাহ আল নোমান।

জবাবে উড়ন্ত সূচনা এনে দেন রংপুরের দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। পাওয়ার প্লেতে গড়েন ৫৫ রানের জুটি। তাদের ৬১ রানের জুটি ভাঙ্গে জাভেদ ব্যক্তিগত ২৭ রানে ফিরলে। এরপর ৩১ বলে ৪৬ রান করে আউট হন নাসির। এরপর বাকি কাজটা সারেন নাঈম ইসলাম ও আকবর আলী জুটি। নাঈম অপরাজিত থাকেন ৩২ বলে ৪০ রানে। আর আকবর করেন ১৫ বলে অপরাজিত ১৯ রান। রংপুর ৮ উইকেটে মায়চ জিতে হয় আবারও চ্যাম্পিয়ন।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin