বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।
শনিবার (২৯ নভেম্বর) যৌথ বিবৃতিতে তারা বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন।
একইসঙ্গে জাতীয় পার্টিসহ দল মত নির্বিশেষে দেশের সব মানুষকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার অনুরোধ করেন তারা।
বিবৃতিতে জাতীয় পার্টির দুই নেতা বলেন, “এক সময় আমরা জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদেরকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। তার অসুস্থতার খবরে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, মর্মাহত।”
তারা আরও বলেন, “তাছাড়া এক সময় আমরা খালেদা জিয়া ও হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে যৌথভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজ সে স্মৃতি আমাদের মনে পড়ছে।”
জাপা নেতারা বলেন, “রাজনীতিতে জিঘাংসা প্রতি হিংসা কোনোভাবেই কাম্য নয়। রাজনীতি হলো মানবিকতা, ঐক্য উদারতা ও ভালোবাসার প্রতীক।”
বিবৃতিতে তারা আরও বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসনই নন, তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অগ্রসৈনিক। আমাদের বিশ্বাস দেশের অগণিত মানুষের প্রার্থনায় মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন।”
এর আগে বুধবার (২৬ নভেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, “মহান আল্লাহর দরবারে আশা প্রকাশ করছি, বিএনপির চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসেন।”