রাজধানীর কাওরান বাজারে মানববন্ধন করছেন মোবাইল বিক্রেতারা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে এই মানববন্ধন করছেন তারা।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে মানববন্ধন শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। মোবাইল বিক্রেতাদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।
jwARI.fetch( $( "#ari-image-jw692bf7147601e" ) );
আন্দোলকারীরা বলছেন, তারা সরকারকে ভ্যাট দিয়ে ব্যবসা করতে চান। তবে ভ্যাট কমিয়ে বৈধভাবে ব্যবসার সুযোগ দিতে হবে।
একজন মোবাইল ব্যসবসায়ী বলেন, আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটের সঙ্গে প্রায় ২৫ হাজার ব্যবসায়ী জড়িত। আজ হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো? আমরা কর না দেওয়ার পক্ষে না; আমরা ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই।
jwARI.fetch( $( "#ari-image-jw692bf7147605d" ) );
রবিবার থেকে ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এমবিসিবি।
শনিবার সংগঠনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রবিবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামবেন।