চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়কটির বিভিন্ন স্থানে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সড়ক প্রশস্ত করার দাবি জানান। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করছে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ নামে একটি সংগঠন। বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটির লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া— তিন স্থানে একযোগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

অবরোধে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলার বাসিন্দা নুরুল আমিন অভিযোগ করেন, ‘গুরুত্বপূর্ণ এই মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনও না কোনও স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এ সড়ক ছয় লেনে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছি।'

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বেলা ১২টার দিকে সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।'

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin