জমকালো আয়োজনে পর্দা নামলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের

জমকালো আয়োজনে পর্দা নামলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের

ক্রীড়া সাংবাদিকদের বার্ষিক মিলনমেলা ও উৎসবমুখর প্রতিযোগিতার অবসান হলো। জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পর্দা নেমেছে ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৫’-এর।

জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) এই বার্ষিক ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) কাজী নজরুল ইসলাম।

এবারের কার্নিভালে মোট ৯টি ডিসিপ্লিনের ১৩টি ইভেন্টে ক্রীড়া সাংবাদিকরা অংশ নেন। বছরজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের রেটিং পয়েন্টের ভিত্তিতে ‘বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৫’-এর সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল। তার হাতে তুলে দেওয়া হয় আব্দুল মান্নান লাডু ট্রফি। এই তালিকায় প্রথম রানার-আপ হয়েছেন জহিরুল ইসলাম এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন মো. মাহমুদুন্নবী চঞ্চল।  

এবারের আসরে আর্চারি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলানিউজের আবির রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ক্রীড়া উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ক্রীড়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়ের এক অনন্য মাধ্যম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং সদস্য সচিব আবু হোরায়রা তামিমসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

এআর/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin